চট্টগ্রাম, ৮ মার্চ ২০২৫ – উন্নত মাছ শুকানোর প্রযুক্তির প্রদর্শনী ও বিতরণ উপলক্ষে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রামের বস্তুহারা, পূর্ব বাকলিয়া এলাকায়। বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগটি নিরাপদ ও টেকসই মাছ শুকানোর প্রযুক্তি প্রসারের মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ঝুঁকি কমানোর লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও মাছ প্রক্রিয়াকরণকারীদের জীবনমান উন্নয়নে উন্নত মাছ শুকানোর প্রযুক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ও অন্যান্য অংশীদারদের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে কীটনাশকমুক্ত মাছ প্রক্রিয়াকরণ ও বিতরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় অংশীজন ও শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসম্মত মাছ শুকানোর টেকসই অনুশীলন প্রসারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত
করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস