সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা-২১ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩, এর বিধি-১৬ অনুসূরণপূর্বক বিধিমালার ‘ফরম-৯’ মোতাবেক আর্টিসনাল নৌযান পরিচালনার অনুমতির (LoP) জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা, কর্ণফুলী, চট্টগ্রাম বরাবরে সকল আর্র্টিসনাল নৌযান মালিকদের নিকট হইতে আবেদন আহবান করা যাচ্ছে।
আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করিতে হইবে:
০১। নৌযান মালিকের জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি-০১ (এক) কপি।
০২। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মালিকানা সনদ/প্রত্যয়নপত্র-০১ (এক) কপি।
০৩। নৌযানের ০৩ (তিন) ধরণের ছবি (নামাঙ্কিত, উভয় পার্শ্বের পূর্ণাঙ্গ দৈর্ঘ্য ও পিছনের অংশ)-০৩ (তিন) কপি।
০৪। নির্মাণকারী প্রতিষ্ঠান/নির্মাণকারীর =৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রত্যয়নপত্র-০১ (এক) প্রস্থ ।
০৫। ইঞ্জিনের বিবরণ [ইঞ্জিনের নম্বর, মডেল, অশ্বশক্তি (BHP)]-০১ (এক) প্রস্থ ।
06। নৌযান মালিক কর্তৃক স্বাক্ষরিত নাবিক ও জেলেদের তালিকা (জেলে কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বরসহ)-০১ (এক) প্রস্থ।
০৭। অনুমতিপত্রের নির্ধারিত ফি ও ভ্যাট প্রদানের চালানের মূলকপি-০২ (দুই) কপি।
বি:দ্র: আবেদন প্রাপ্তির ৫/৭ কর্ম দিবসের মধ্যে পরিদর্শন পূর্বক অনুমতিপত্র (LoP) প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস